বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রাম থেকে উদ্ধার করা একটি অজগর সাপ ১৭ ফেব্রুয়ারি সোমবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রবিবার বিকালে ওই গ্রামের সাখাওয়াত হাওলাদারের বাড়ির বাগান থেকে স্থানীয়রা অজগরটি ধরে সুন্দরবনের ওয়াইল্ড টিমের সদস্যদের কাছে হস্তান্তর করে।
সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলার মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, সাখাওয়াত হাওলাদারের পোষা হাস-মুরগি বাগানে গেলে আর ফিরে আসতো না। গত এক সপ্তাহে তার ৫-৬টি হাস-মুরগি নিখোঁজ হয়েছে। রবিবার বিকাল চারটার দিকে বাগানে গিয়ে ঝোপের মধ্যে সাপটি দেখতে পান সাখাওয়াত। পরে লোকজন নিয়ে সেটি ধরে ফেলেন।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, প্রায় সাত ফুট লম্বা অজগরটি সকাল ১০টার দিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.