সিটি ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন নূরুল্লাহ চৌধুরী। তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ক্লাস্টার হেড (আরএমজি ও টেক্সটাইল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০০৮ সালে করপোরেট ব্যাংকিংয়ের ইউনিট হেড হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন নূরুল্লাহ চৌধুরী। ব্যাংকিং খাতে তার অভিজ্ঞতার প্রায় দুই যুগের।
এর আগে শামিল ব্যাংক অব বাহরাইন ও ব্যাংক অব আল ফালাহ’তে করপোরেট ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন এই ব্যাংকার। সিটি ব্যাংকের পোশাক শিল্পখাতে ঋণ প্রবাহে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।
নূরুল্লাহ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ফাইন্যান্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পড়েছেনঃ ৩৫২