কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় গুলিতে নিহত বাংলাদেশি মো. সোলেমান মোল্লার লাশ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।
গত ৪ ফেব্রুয়ারি ভারত সীমান্তের অভ্যন্তরে বিএসএফের সঙ্গে গরু চোরাকারবারিদের গুলি বিনিময় হয়। এ সময় সোলেমানের পায়ে গুলি লাগে। ৭ ফেব্রুয়ারি ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সোলেমান মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে।
বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জানান, সোমবার বিকাল সাড়ে ৪টায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে সোলেমানের লাশ হস্তান্তর করে। চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার মো. গোলাম কাওসার এবং বিএসএফের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলবীর সিং। এ সময় স্থানীয় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.