বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের তাড়াশে মাধ্যমিক স্তরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণ করে বখাটে তানজিলুর রহমান ওরফে তানজিল (২০)। সে তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের মাছ ব্যবসায়ী রফিক হাওলাদারের ছেলে।
বিষয়টি ধামাচাপা দিতে তানজিলের স্বজনরা স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে দৌড়ঝাঁপ করছেন বলেও জানা গেছে। ধর্ষণের পর ওই স্কুলছাত্রীকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আফরোজা খাতুন জানান, মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রঞ্জন কুমার দত্ত বলেন, থানায় অভিযোগ দিয়ে দ্রুত ডাক্তারি পরীক্ষা করানো উচিত। তা না হলে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যেতে পারে।
ঘটনাটি ৪ দিন আগে ঘটলেও ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি কেউ। তাড়াশ-রায়গঞ্জ সার্কেলের পুলিশ অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গোলাম রহমান বলেন, ঘটনাটি দ্রুত খতিয়ে দেখতে ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে। তাড়াশের ওসি মাহবুবুর রহমান বলেন, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি জেনে মেয়ের বাবা-মাকে থানায় অভিযোগ দিতে বলেছি। কিন্তু রবিবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত তারা থানায় আসেননি। শুনলাম পুলিশে অভিযোগ না দিয়ে তারা স্থানীয়ভাবে মীমাংসা করতে চাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.