মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মশা তাড়ানোর কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। ভুক্তভোগী পরিবারের এতে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আহাদ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তরসুর ব্র্যাক স্কুলের সামনে মো. নামদার মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম কর্মী জসীম জানান, ঘরের ভেতরে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে আগুন দেখে দৌঁড়ে ঘর থেকে বাইরে এসে তারা জীবন বাঁচান। পুরো ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে মা ও মেয়ের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে আগুন নেভানোর কাজে সহায়তা করেন। এসময় খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরের ভেতরের হাঁস-মুরগি পুড়ে মারা যায়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে রাতে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমকিভাবে মশার কয়েল থেকে ওই আগুনের সূত্রপাত বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগুনে পুরো বসতঘর পুড়ে গেছে আর ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকার মতো হবে।