মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরে প্রথমবারের মতো শুরু হলো আট দিনব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা’। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, ‘সরকার ব্যাংকগুলোর কাছে নারী উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট করে টাকা দিয়েছে। কেউ তাদের খাতির করে এটা দিচ্ছে তা কিন্তু নয়। কিন্তু এই টাকা নেওয়ার সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক নারী উদ্যোক্তা পান না। আমরা আজও এখানে এ বিষয়টি শুনেছি। নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং এর গতি আরও বাড়াতে হলে বাধাগুলো দূর করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই চাঁদপুরেই এই ব্যাংকিং সুবিধা পাওয়া থেকে নারীরা বঞ্চিত হয়। আমি একটু আগে আমাদের চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। শিগগিরই চাঁদপুরের সব ব্যাংক ব্যবস্থাপকদের সঙ্গে নারী উদ্যোক্তাদের নিয়ে সভা করবো। যেসব বাধা আছে সেসব বাধা যেন দূর হয়। নারী উদ্যোক্তারা যেন ব্যাংকের কাছে সহযোগিতা পান। এটি তাদের অধিকার।’
চাঁদপুরে এসএমই মেলায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং অপ্সরা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, জামদানি শাড়ি, নকশী কাঁথা, প্রসাধন, হস্তশিল্প সামগ্রী, মৎস্য ও কৃষি শিল্পসহ বিভিন্ন প্রকার পণ্য সামগ্রীর বিপুল সহামার থাকবে। নারীরাই এসব পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। এছাড়াও আট দিনব্যাপী মেলায় একদিন থাকবে সেমিনার। এতে দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিমের সভাপতিত্বে ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর চেয়ারম্যান ও দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারের পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, অপ্সরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক মুনিরা আক্তার এবং প্রধান সমন্বয়ক ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.