চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
নিহতরা হলো–উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদলের স্ত্রী জাহানারা বেগম এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজবংশী এলাকার একরাম আলীর ছেলে আরশাদ আলী।
ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর কলেজ এলাকায় রহনপুর থেকে আড্ডাগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোভ্যানের মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে অটোভ্যানের যাত্রী জাহানারা ঘটনাস্থলেই মারা যান। অপর গুরুতর আহত যাত্রী আরশাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকসহ চালক পলাতক রয়েছে। তাদের আটকে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.