বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসিলাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষক পঙ্কজ কুমার মোরেলগঞ্জ উপজেলার হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি আরেক শিক্ষকের পরিবর্তে এসিলাহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ১৩০ নম্বর রুমে পরিদর্শকের দায়িত্ব পালন করায় তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব এসিলাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘পঙ্কজকে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য পাঠিয়েছেন। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়।’
অপরদিকে হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার মিস্ত্রী বলেন, ‘কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য রবীন্দ্রনাথ হালদার ও নাসিরুল ইসলামকে পাঠানো হয়। ইংরেজি বিষয়ের শিক্ষক পঙ্কজ কুমারকে পাঠানো হয়নি। তাকে কেন্দ্র সচিব নিজে ডেকে নিয়ে কক্ষ পরিদর্শক বানিয়েছেন।’
এ সম্পর্কে জানার জন্য পঙ্কজ কুমার হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.