গোপালগঞ্জ, বাগেরহাটের মোল্লাহাট এবং খুলনার তেরখাদা উপজেলা এলাকায় আগামীকাল ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ‘পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ’ এর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপালগঞ্জ উপকেন্দ্র থেকে মাদারীপুর উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনটি গোপালগঞ্জ ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে ইন-আউট করাসহ বার্ষিক সংরক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে চিঠিতে বলা হয়।
এতে আরও বলা হয়, ওই এলাকার সর্বসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি। একইসঙ্গে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.