টাঙ্গাইলে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম তানভীর মাহতাব (২০)। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে পৌরউদ্যানের পাশে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ‘বিকালে ওই কলেজছাত্রকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
এসপি জানান, তানভীর মাহতাব শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। শহরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির (হ্যাবিট) ছাত্র।
পড়েছেনঃ ২৮১