টাঙ্গাইলে বাসচাপায় আরমান রায়হান (২৩) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে টাঙ্গাইল শহরের কলেজ গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আরমান টাঙ্গাইল পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলায়।
শফিকুল ইসলাম বলেন, আরমান সকালে মোটরসাইকেল নিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। কলেজ গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে করটিয়া সরকারি সা’দত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসচালককে আটক করা হয়েছে।
এরআগে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্বপালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.