লেখক ফারহানা ইসলাম রুহীর উপন্যাস 'ধুলো পড়া ডায়েরিতে'-এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, এটি জীবনের এক স্মৃতিময় আলেখ্য। বলা যায়, জীবনের টুকরো টুকরো জলছবি। তাঁরা বলেন, রুহী জীবন ঘনিষ্ঠ গভীর অনুধ্যানের লেখক। তিনি লিখেছেন জীবনবোধের অনির্বচনীয় কাহিনি। তুলে ধরেছেন বাস্তব চালচিত্র। জীবনধর্মী এই উপন্যাসের জন্য তাঁরা লেখকের প্রশংসা করেন।
২৮ জানুয়ারি (বুধবার) চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, গল্পকার বিপুল বড়ুয়া।
এছাড়া বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ, কবি আকতার হোসাইন, কবি মাহবুবা চৌধুরী, কথাসাহিত্যিক নাসের রহমান, গল্পকার ইফতেখার মারুফ, কবি জি এম জহির উদ্দীন, কবি সৈয়দা সেলিমা আক্তার, কবি অমিত বড়ুয়া। বইয়ের লেখক ঔপন্যাসিক ফারহানা ইসলাম রুহী তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে বইয়ের বিক্রয়লব্ধ দশ হাজার টাকা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যানসার ইউনিটের সহায়তায় প্রদান করা হয়। মা ও শিশু হাসপাতালের পক্ষে এটি গ্রহণ করেন ডা. কামরুন নাহার দস্তগীর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক নেছার আহমদ, শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল, গল্পকার রুনা তাসমিনা, গল্পকার লিপি বড়য়া, কবি কানিজ ফাতিমা, প্রাবন্ধিক রিনিক মুন, কবি সুমি দাশ, প্রাবন্ধিক সাইফুদ্দিন আহমদ সাকী, ছড়াকার গৌতম কানুনগো, কবি পুষ্পিতা সেন, লেখক মারজিয়া খানম সিদ্দিকা, কানিজ ফাতেমা লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.