দেশচিন্তা ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’কে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহমান সাকি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসী আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জুনায়েদ সাকি। বিএনপির হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশীসহ অন্যরা তার হয়ে ভোটের মাঠে কাজ করছেন।
জোনায়েদ সাকি পথসভায় বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। দুটি ব্যালটে নির্বাচন হবে। একটি গণভোট, অপরটি সাধারণ নির্বাচন। গণভোট, যেটি বাস্তবায়নে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
জনগণের রায় ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না। তাই গণভোটে তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো দেশকে ঐক্যবদ্ধ করতে চাই। এই মুহূর্তে দেশের ঐক্য অত্যন্ত জরুরি।
আপনারা দেখতে পাচ্ছেন দেশের মধ্যে বিভাজন থাকায়, রাতের আঁধারে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.