দেশচিন্তা ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনে জামায়াতের যে জোট রয়েছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে না, অন্যদিকে বিএনপির যে জোট রয়েছে তারাও ইসলাম প্রতিষ্ঠিত করবে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে যে ঘোষণা করেছিল, ইসলামের পক্ষে একটা বাক্স, সেই একটা বাক্স নিয়েই আপনাদের কাছে আমি ছুটে এসেছি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা বিএম কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভার তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইসলামের পক্ষের বাক্স হাতপাখা প্রতীকের বাক্স।
তাই ইসলামী আর্দশে, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পরিষ্কার বলেছেন যে, তারা ইসলামের নীতি-আর্দশে দেশ চালাবেন না।’
তিনি আরো বলেন, ‘জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের আমেরিকা দূতাবাসে বসে বাংলাদেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে। আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখেছেন, আওয়ামী লীগ-বিএনপি কেউ কোনোদিন বাংলাদেশে জঙ্গি আছে এটা শিকার করেনি।
কিন্তু জামায়াতের নায়েবে আমির আমেরিকার কাছে বলে আসে ইসলামী আন্দোলন জঙ্গিবাদী। আমরা ধিক্কার জানাই। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার প্রায় ৩৮ বছর হলো আপনারা কেউ দেখেছেন ইসলামী আন্দোলন জঙ্গিবাদী?’
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসেনের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.