দেশচিন্তা ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে নাটকীয় এক ম্যাচে হোসে মরিনহোর বেনফিকার কাছে ৪-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের হেডে করা গোল বেনফিকাকে টুর্নামেন্টে টিকিয়ে রাখে, আর রিয়ালকে নামিয়ে দেয় নকআউট প্লে-অফ রাউন্ডে।
এই মৌসুমে এটি ছিল রিয়াল মাদ্রিদের তৃতীয় হার। একই রাতে বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটির জয়ের ফলে শীর্ষ আটে থাকতে ব্যর্থ হয় স্প্যানিশ জায়ান্টরা।
ফলে লিগ পর্বে নবম স্থানে থেকে তারা সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৯৮ মিনিটে, একটি ফ্রি-কিক থেকে উঠে এসে গোলরক্ষক ত্রুবিন হেডে গোল করলে এসতাদিও দা লুজে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ওই গোলেই গোল ব্যবধানে শেষ প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেনফিকা।
রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বেনফিকার হয়ে আন্দ্রেয়াস শেলডারুপ দুটি গোল করেন এবং ভাঙ্গেলিস পাভলিদিস একটি পেনাল্টি থেকে গোল করেন।
ম্যাচের পর রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘আমরা আজ আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি। সামনে বড় উন্নতির প্রয়োজন।’
সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি ছিল হোসে মরিনহোর প্রথম জয়।
তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোদের কোচ ছিলেন।
ম্যাচের শেষ দিকে রিয়ালের রাউল আসেনসিও ও রোদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে নয় জনের দলে পরিণত হয় মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগিয়েই শেষ মুহূর্তে অবিশ্বাস্য গোল করে বেনফিকা।
এই হারের ফলে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের পথ আরো কঠিন হয়ে গেল, অন্যদিকে বেনফিকা নাটকীয়ভাবে টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.