দেশচিন্তা ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় যারা কষ্ট পায় তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. এনাম খাঁর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আশরাফ উদ্দীন মাহদী, কুতুব উদ্দীন, আজিজুর রহমান লিটন, মাঈনুল খন্দকার, আবুল ফাতাহ মাসুদ, জিহান মাহমুদ, হাপেজ মোবারক হোসেন, মো. জসিম উদ্দিন প্রমুখ।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতা মা-বোনদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছেন। মা-বোনদের বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা বাংলাদেশের মা-বোনদের ইজ্জতের জন্য হুমকি তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে।
তিনি আরো বলেন, আমরা অনেক ধৈর্য ধরেছি।
বিগত তিনটি নির্বাচনের মতো হলে কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলব।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.