মোংলায় একটি সরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে শহীদ মিনারের ওপরে জুতা পায়ে গান ও নাচের ঘটনা ঘটেছে। উপজেলার চাঁদপাই ইউনিয়নে উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ২ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় ইউপি মেম্বার ও স্কুল কমিটির সভাপতির উদ্যোগে এই অনুষ্ঠান হয় বলে জানায় স্থানীয়রা।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনারে জুতা পায়ে দিয়েই নাচ ও গান পরিবেশন চলছে। এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ বলেন, ‘শহীদ মিনারে জুতা নিয়ে গান-নাচের ছবি ও ভিডিও ফেইসবুক ম্যাসেঞ্জারে দেখছি। এখনই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাচ্ছি। তদন্ত করে বিষয়টির ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানস্থলে উপস্থিত স্কুল কমিটির সভাপতি ও চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমান মোড়লের কাছে শহীদ মিনারে জুতা পায়ে গান ও নাচ পরিবেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুষ্ঠান চলবে,আপনারা যা পারেন করেন।’
শহীদ মিনারে জুতা পায়ে গান-বাজনার ব্যাপারে অনুষ্ঠান চলকালে সংশ্লিষ্ট ইউপি (চাঁদপাই ইউনিয়ন) চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামকে একধিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমার নাম ব্যবহার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু ওই অনুষ্ঠানের কোনো দাওয়াত পাইনি। এ ব্যাপারে ওই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিয়য়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান বলেন, ‘এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.