দেশচিন্তা ডেস্ক: সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া–লোহাগাড়া আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশ নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু দেশের মানুষের ভাগ্য বদলায়নি। রাজনীতির নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিরোধী দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হয়েছে, অনেককে গুলি করে ও ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, এই জুলুম-নির্যাতনের অবসান ঘটেছে ২০২৪ সালের ঐতিহাসিক ৩৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। খুনী হাসিনা ও তার দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। এখন রাজনীতির চেয়ে বেশি প্রয়োজন দেশ গড়ার কাজে জাতিকে ঐক্যবদ্ধ করা।
তিনি বুধবার বিকালে সাতকানিয়া সদর ইউনিয়নের ছমদিয়া পুকুরপাড় বাজার এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, আমি ১৯৯১ ও ২০০১ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে আমাদের এলাকায় আসতে দেয়া হয়নি, নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোট গঠন করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচনে দেশের মানুষ জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লাসহ ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দিয়ে ন্যায়, ইনসাফ ও উন্নয়নভিত্তিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসবেন—এটাই আমার দৃঢ় বিশ্বাস।
পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পথসভা গুলোতে শাহজাহান চৌধুরী ছাড়াও
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক,সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক,সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন,সাতকানিয়া সদর ইউনিয়নে জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম,এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ সোলাইমান কাদের,চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মুহাম্মদ মুজিবুর রহমান,
তামাকুন্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন,চট্টগ্রাম জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান, করইয়ানগর ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হারুন রশিদ,ইউপি সদস্য মুহাম্মদ আব্দুল মান্নান, মাহফুজুর রহমান ও আব্দুস সবুর। জনাব চৌধুরী গণসংযোগকালে তিনি দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, মজিদিয়া মার্কেট, বারদোনা দোভাষীপাড়া, দুর্লভের পাড়া, টঙ্কাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, সাংগঠিকা, ছিববাড়ি, গরিবারঝিল জামে মসজিদ, ছমদিয়া বাজার, ধইল্যার দোকান, ঠাকুরদীঘি বাজার, ছোট বারদোনা এবং বারদোনা ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.