দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী শফিউল আলমের ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে স্টেশন কলোনী, রাহাত সেন্টার, রওশন মসজিদ গলি, বায়তুল জান্নাত মসজিদ, এক নম্বর গলি, বরইগাছতল, হোলা পুকুর পাড়, যোগি চাঁদ মসজিদ, পানির টাংকি, মাঝির ঘাট, বাদশা মিয়ার বাড়ি, স্ট্যান্ড রোড ও বাংলাবাজার এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ ও কুশল বিনিময় করা হয়।
গণসংযোগের সময় এলাকার নাগরিকদের নিত্যদিনের সমস্যা, দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনা হয়। প্রার্থী বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী গড়তে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের পক্ষে তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.