দেশচিন্তা ডেস্ক: আমীরে জামায়াতের আসন্ন নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
সভায় তিনি বলেন, “দেশে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ করতে আসন্ন নির্বাচনী জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জনসভাকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল করে তুলতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা আমীর বলেন, জুলাইয়ের শহীদরা যে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, এই গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি শহীদদের আত্মত্যাগের প্রতি জাতির দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রক্ষার প্রশ্ন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয় কোনো ব্যক্তি বা দলের একক সাফল্য নয়; বরং এটি একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও জনগণের কল্যাণে পরিচালিত বাংলাদেশ বিনির্মাণের জন্য অপরিহার্য।
সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছেরসহ জেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ। সভায় জনসভা বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক দায়িত্ব বণ্টন ও প্রচার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আমীরে জামায়াতের এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.