দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনের জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠেছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নমুখী চট্টগ্রাম-১০ গড়ে তুলতে চাই।
গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটাররা তাদের নানা সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। শামসুজ্জামান হেলালী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর ডা. শাহাদাত হোসেন, সেক্রেটারি আলমগীর, জামায়াত নেতা শাহজাহান, জাকির হোসেন, বাহার উদ্দিন ও ইকবারসহস্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণা শেষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শেষে তিনি বলেন, আগামী ১২ তারিখ জনগণের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম-১০ আসন থেকে দাঁড়িপাল্লার বিজয় সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.