দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের প্রার্থী **আল কাদেরী জয়** ৩০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। বাম প্রগতিশীল দেশপ্রেমিক শক্তিকে ক্ষমতায় আনতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী জয়কে বিজয়ী করার আহবান জানান দলের নেতারা।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টা থেকে চট্টগ্রাম-১১ আসনের ৪০ নং ওয়ার্ডের খালপাড়, মকবুল সোসাইটি, ইপিজেড অঞ্চলে মই মার্কার সমর্থনে পথসভা ও গণসংযোগ করেন বাসদ নেতা কর্মীরা। এসময় তারা এলাকার বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগ ও পথসভায় বাসদ নেতারা বলেন, স্বাধীনতার ৫৫বছর অতিক্রম হতে চললেও যে আকাঙ্খায় মানুষ দেশ স্বাধীন করেছিলো সে আকাঙ্খা এখনো পূরণ হয়নি! গত নির্বাচন গুলোতে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিনত করা হয়েছে। ফলে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নীতি নিয়ে সরকার গুলো ছিল চুড়ান্তভাবে উদাসীন। তাই গরীব শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে সংসদকে প্রতিষ্ঠা করার অঙ্গিকার নিয়ে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি।
আগামী নির্বাচনে জনগণ তাদের মার্কা হিসেবে মই কে বেঁচে নিয়ে মূল্যবান রায় প্রদান করবেন।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ বাসদ নেতাকর্মীদের সাথে সংহতি জানান। এসময় সাধারণ জনগণ আল কাদেরি জয়কে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সমর্থনের আশ্বাস দেন।
পথসভায় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আকরাম হোসেন, নুরুল হুদা নিপু, আহমদ জসিম, ইজিবাইক সংগ্রাম পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সদস্য মো মাসুদ, রুকন হাসান, মো হুমায়ুন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.