দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম–১৫ আসনে ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বলেন, জনগণের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ৩৬ জুলাই যুদ্ধাসহ সকল শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনা বাস্তবায়নের দায়িত্ব আজ আমাদের কাঁধে। জনগণের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। লোহাগাড়ায় গণসংযোগকালে তিনি এসবকথা বলেন।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের চুটার পাড়া, নাথ পাড়া, হাজী রাস্তাসসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন জামায়াত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক এমপি।
তিনি আরও বলেন, নারীদের কর্মসংস্থানের দক্ষতা উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ ও বেড়িবাঁধ সংস্কার, কৃষি খাতে আধুনিকায়ন রাস্তাঘাট, সেতু, শিক্ষার হার বৃদ্ধিসহ পরিকল্পনার মাধ্যমে দৃশ্যমান উন্নয়ন করার আশ্বাস দেন।
গণসংযোগে অংশগ্রহণ সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আসিফ উল্লাহ আরমান, ডাঃ নাজিম উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.