দেশচিন্তা ডেস্ক: চন্দনাইশ উত্তর বরকল উদয়ন তালুকদার বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মুরব্বীদের ইছালে সাওয়াব উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দরূদ) মাহফিল ২২ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরী (মা:জি:আ)। আলোচনায় অংশ গ্রহণ করেন মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী,জিএম শাহাদত হোসাইন মানিক,মাওলানা মুহাম্মদ আলী আকবর খান আলকাদেরী। মাহফিলে বক্তারা বলেন, প্রিয় নবী (দরূদ) ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা তরুণ সমাজকে রাসূল (দরূদ)-এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান। ঈদে মিলাদুন্নবী (দরূদ) কেবল আনন্দের দিন নয়, বরং আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের দিন। নবীজির (দরূদ) চরিত্র ছিল কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি যা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা জরুরি। বক্তারা আরো বলেন, বর্তমান সমাজের সকল অস্থিরতা দূর করতে হলে রাসূল (সা.)-এর শিক্ষা ও আদর্শে ফিরে আসার বিকল্প নেই। মুহাম্মদ খোকন উদ্দীন, মুহাম্মদ ফরহাদ হোসেন ও মুহাম্মদ কুতুব উদ্দীনের পরিচালনায় অতিথি-ছিলেন-মুহাম্মদ সাইফুদ্দীন খান মেম্বার, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ ফেরদৌস ইসলাম, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ পেচু মিয়া, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ দানু মিয়া, মুহাম্মদ জমির হোসেন, মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ সাইফুদ্দিন সওদাগর, মুহাম্মদ কাইসার, মুহাম্মদ ইউনুস, মুহাম্মদ টিপু সোলতান, মুহাম্মদ আনিস, হাফেজ মুহাম্মদ আজাদ, মুহাম্মদ শরফুদ্দীন, মুহাম্মদ ফখরুদ্দীন রিজভী, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ জসিম প্রমুখ। মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত মুসল্লিরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেন। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের ইসলামিক ও নৈতিক শিক্ষা ভিত্তিক অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.