দেশচিন্তা ডেস্ক: লোকজ সংস্কৃতির প্রবাহমান ধারাকে চিরায়তভাবে বজায় রাখার জন্য গত ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার ৬ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে ‘মাটির ঘ্রাণে-সুরের টানে’ সুর মিলাবো লোকগানে এই শ্লোগানে সুরের ঝংকারের আয়োজনে এক দ্বৈত লোকজ গানের আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী শহীদুল ইসলাম ও অজুফা আক্তার সাথী। সুরের ঝংকারের পরিচালক মোহাম্মদ তাজউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজ ওয়ায়েজ। উদ্বোধন করেন সাউন্ড টার্চের কর্ণধার ইলিয়াস ইলু। লিটন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী আবদুর রহিম, কল্যাণী ঘোষ, শিমুল শীল, গীতা আচার্য্য, সংগঠক জামাল আহমেদ, আবু তাহের চৌধুরী, শিল্পী এড. কামরুল আজম চৌধুরী টিপু, সাংবাদিক কামাল উদ্দিন, সেলিম আকতার পিয়াল, শিল্পী সামশুল হায়দার তুষার, সাংবাদিক আবছার উদ্দিন অলি, বাউল মোজাহের, লায়ন ডা. আর.কে রুবেল, প্রবীর দত্ত সাজু, ইলিয়াস রিপন, আসিফ ইকবাল, জাহিদ তানসির, শাকিল আরাফাত প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ছিলেন তবলা সৌমেন ভট্টাচার্য্য, বাঁশি সুমন কুমার নাথ, কী-বোর্ড উজ্জ্বল বড়ুয়া, প্যাড টিটু দাশ, ঢোল শিবু দাশ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.