দেশচিন্তা ডেস্ক: দেশকে পরিবর্তন করতে হলে সৎ, দক্ষ, শিক্ষিত নিরপেক্ষ ইনসাফ এর ভিত্তিতে জনকল্যাণমুলক সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। আমার বুড়িচং- ব্রাহ্মণপাড়ার গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়াতে চাই। এই আসনকে উন্নয়নের মডেলে রুপান্তর করতে চাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সর্বদা চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার আয়োজনে প্রীতি সমাবেশে প্রধান বক্তা ড. মোবারক হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রামস্থ বুড়িচং- ব্রাহ্মণপাড়া বাসীদের নিয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার আয়োজনে প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা ২০ জানুয়ারী রাত ০৮ টায় নগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৫ আসন জামায়াতের এমপি প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. মুবারক হুসাইন।
চট্টগ্রামস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা আহবায়ক জামালী আলম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা-৫ আসন পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা-৫ আসনের সদস্য সচিব অধ্যাপক আব্দুল আউয়াল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনিসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নির্বাচনী কৌশল সম্পর্কে সঠিক ধারনা রেখে বুদ্ধিমত্তার সহিত ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ শেষ পর্যন্ত কাজ করতে হবে। সামনের দিনগুলোতে নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.