দেশচিন্তা ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটালো নরওয়ের নবাগত ক্লাব বোডো/গ্লিম্ট। আর্কটিক সার্কেলের তীব্র শীতে নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার লিগের শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে তারা।
কৃত্রিম টার্ফে খেলা এই ম্যাচে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেপ গার্দিওলার তরুণ দল পুরোপুরি তাল হারায়। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডার্বিতে হারের পর এটি ছিল সিটির আরেকটি বিব্রতকর পরাজয়।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে বোডো/গ্লিম্ট। ২২তম মিনিটে ওলে ডিডরিক ব্লোমবার্গের উঁচু ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাসপার হগ। মাত্র দুই মিনিট পর সিটির ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে আবারও ব্লোমবার্গের কাটব্যাক থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় গোল করেন হগ।
অর্ধঘণ্টার মধ্যেই হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন হগ, তবে তার শট গোললাইন থেকে রুখে দেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
এদিকে সিটির তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড নিজের ছন্দে ছিলেন না। প্রথমার্ধের শেষ দিকে মাত্র আট গজ দূর থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
দ্বিতীয়ার্ধে বোডো/গ্লিম্টের উচ্ছ্বাস আরও বাড়ান জেন্স পেটার হাউগে। একক প্রচেষ্টায় দুর্দান্ত কার্লিং শটে বল জালের উপরের কোনায় পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।
এরপর রায়ান শেরকি একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি সিটি। রদ্রিকে দুই হলুদ কার্ডের কারণে মাঠছাড়া হতে হয়, ফলে ৬২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ চ্যাম্পিয়নরা।
এই হারের ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গালাতাসারাইয়ের বিপক্ষে জয় পেতেই হবে ম্যানচেস্টার সিটিকে, যদি তারা শীর্ষ আটে থাকতে চায়। অন্যদিকে, এই ঐতিহাসিক জয়ে প্লে-অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বোডো/গ্লিম্ট।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.