দেশচিন্তা ডেস্ক: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী মঙ্গলবার (২০ জানুয়ারি) তার পরিচয়পত্র পেশ করেছেন।
মালয়েশিয়ার রাজা মহামান্য সুলতান ইব্রাহিম-এর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই পরিচয়পত্র তুলে দেন।
রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদ ইস্তানা নেগারা-তে এক জমকালো ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রথা অনুযায়ী, নতুন রাষ্ট্রদূত রাজপ্রাসাদে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে প্রেরিত পরিচয়পত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পরিচয়পত্র পেশ শেষে সংক্ষিপ্ত আলোচনায় মালয়েশিয়ার রাজা এবং বাংলাদেশের নতুন হাইকমিশনার দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন। মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ সুরক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।
পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ায় বাংলাদেশের দূত হিসেবে শামীম আহসানের স্থলাভিষিক্ত হলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এই দেশটিতে বাংলাদেশের বিশাল শ্রমবাজার এবং শক্তিশালী অর্থনৈতিক স্বার্থ বিদ্যমান থাকায় তার এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.