চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে যে আটজনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের কারও জ্বর নেই, সবার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ রবিবার ৩ ফেব্রুয়ারি বলেন, ‘তারা সবাই ভালো আছেন। জ্বর নেই কারও। কারও কোনও অভিযোগও নেই তেমন। শ্বাসকষ্ট নেই কারও।’ তাদের আর কতদিন হাসপাতালে রাখা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আইইডিসিআর ( জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছে। সে রিপোর্ট না আসা পর্যন্ত তারা হাসপাতালে থাকবেন।’ রিপোর্ট কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা চেষ্টা করছেন যত দ্রুত রিপোর্ট দেওয়া যায়। আশা করছি, আগামীকাল (৩ ফেব্রুয়ারি) নাগাদ রিপোর্ট পাওয়া যাবে।’
অন্যদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া চীন থেকে আসা গর্ভবতী নারী কেমন আছেন জানতে চাইলে আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক আহমেদ বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া নারীও ভালো আছেন। তার সঙ্গে তার স্বামী এবং ছোট সন্তানও রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.