দেশচিন্তা ডেস্ক: দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হওয়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে জামায়াতের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা আবেদনের শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
রোববার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. ফজলুল হকের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়।
এতে ডা. এ কে এম ফজলুল হককে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত ১২ জানুয়ারি আপিল শুনানির তৃতীয় দিন জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্বের কারণে বাছাইয়ে জামায়াতের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন।
আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র অবৈধ বলে রায় দেয় ইসি।
পরে ডা. এ কে এম ফজলুল হক জানান, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস তাঁকে দেখা করার সময়ও দিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
আপিলে তিনি বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু নির্বাচন কমিশন তাঁর আপিল গ্রহণ করেনি।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।
জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান।
গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন। তবে ওইদিন মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার পক্ষে কোনো নথিপত্র দেওয়া হয়নি।
চিকিৎসক, রাজনীতিবিদ, উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে সুনাম কুড়ানো ডা. ফজলুল হক চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা হলে নগর জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। রোববার রাত ১০টার দিকে তাঁকে চট্টগ্রাম বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.