দেশচিন্তা ডেস্ক: গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম ফলমন্ডির সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবিয়া ফার্ম ও এন এস ফ্রুট’র ব্যবস্থাপনায় জিকিরে জশনে ঈদে মি’রাজুন্নবী (দ.) মাহফিল আধ্যাত্মিক, অরাজনৈতিক, মানবসেবামূলক সংস্থা ইমাম শেরে বাংলা (রহ.) ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য, আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ সাহেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামেয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যাপক আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ নূরুন্নবী আল কাদেরী। মাওলানা ক্বারী ইব্রাহিম আল কাদেরী, বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ হোসাইন সওদাগর, মুহাম্মদ আব্দুর রহিম সওদাগর, এস.এম নুরুল আমিন, শায়ের মুহাম্মদ হাবিবুর রশিদ, মুহাম্মদ মাসুদ রেজা, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ তারেক রেজা, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ নুরুল্লাহ, মাহির, আরিফ রেজা কাদেরী, আদিল, হৃদয়, হাবীব, সোলাইমান, হাফেজ আমিনুল ইসলাম। মাহফিলে বক্তারা বলেন, পবিত্র জশনে ঈদে মি’রাজুন্নবী (দ.) ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত ও অলৌকিক ঘটনা। হিজরতের পূর্বে এক রাতে মহানবী হযরত মুহাম্মদ (দ.) মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গমন করে খোদা তায়ালার সাথে স্বশরীলে সাক্ষাৎ করেন। এই পবিত্র সফরে তিনি আল্লাহ তা’আলার নৈকট্য লাভ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। মি’রাজুন্নবী (দ.) আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহর প্রতি আনুগত্য ও নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। রাসুল (দ.) কে নূর হিসেবে বিশ্বাস করার বড় দলিল এই মি’রাজুন্নবী (দ.)। তাই সকল ইমানদার মুসলমানদের পবিত্র ঈদ-এ-মি’রাজুন্নবী (দ.) বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.