চাঁদপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তরপাড়া এলাকা থেকে রাসেল আলম (২৪) নামের ওই ব্যক্তিকে শনিবার গ্রেফতার করা হয়। ২ ফেব্রুয়ারি রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
রাসেল আলম শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তরপাড়া এলাকার মো. নূর হোসেনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, প্রচার ও বিক্রির জন্য ফেসবুকে স্ট্যাটাস ও কথোপকথনের প্রমাণসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, ফেসবুকে গ্রুপফ্রেন্ডসহ অন্যান্য লোকজনের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করার তথ্য পাওয়া যায় তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে রাসেল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.