
দেশচিন্তা ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় সভায় যোগ দেন তারেক রহমান। বিএনপি আয়োজিত এ সভায় অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতরা। তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
পড়েছেনঃ ৯















