
দেশচিন্তা ডেস্ক: ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে সিটি হেরে যাওয়ায় আর্সেনালের সামনে সুযোগ এসেছিল ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার। তবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে তা কাজে লাগাতে পারল না গানার্সরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবার (১৭ জানুয়ারি) রাতের ম্যাচে ড্র করেছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ড্র করল তারা।
পুরো ম্যাচে গোলের জন্য ১৫ টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও গোলের দেখা পায়নি গানার্সরা। জবাবে ফরেস্ট ম্যাচে ৬টি শট নিলেও, কারোর প্রচেষ্টাই লক্ষ্যে ছিল না।
এতে ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে দলটি।
বার্নলির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।


















