
দেশচিন্তা ডেস্ক: দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি
শনিবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতারের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ২ জন নারী।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দু’জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, নতুন আক্রান্তের সংখ্যাসহ চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। তাদের মধ্যে ৬২ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন।
তবে অধিদফতরের ডেঙ্গুবিষয়ক পরিসংখ্যান আরও বলছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন।
আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এরআগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় মোট ৪১৩ জনের।
তারআগে ২০২৪ সালে এই রোগে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়, সেবছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।
এছাড়া ২০২৩ সালে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল, আর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।












