দেশচিন্তা ডেস্ক: শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের এক অত্যন্ত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগি, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তাঁর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর দিদার লাভ করেন। এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়েই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের সম্মান লাভ করেন মহানবী (সা.)। এই অলৌকিক সফরই ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের বিভিন্ন নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন।
এই মহান ঘটনার কারণেই শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত হিসেবে বিবেচিত।
এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার, দোয়া ও অন্যান্য ইবাদত-বন্দেগিতে নিজেদের নিয়োজিত রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.