দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division) ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (DoICT) কর্তৃক নির্মিত বাংলাদেশের প্রথম জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম freelancers.gov.bd আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা সরকারি স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবে, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা বৃদ্ধি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়েজ আহমদ তৈয়্যব, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শীষ হায়দার চৌধুরী, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; জনাব মোঃ আবু সাঈদ, মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব তানভীর ইব্রাহীম। তাঁদের উপস্থিতি ও সমর্থন ফ্রিল্যান্সিং কমিউনিটির ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। জাতীয় এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সরকারের উদ্যোগের সঙ্গে বাক্কোর ধারাবাহিক প্রচেষ্টার একটি শক্ত সমন্বয় প্রতিফলিত হয়েছে।
বাক্কো সভাপতি জনাব তানভীর ইব্রাহিম বলেন, “freelancers.gov.bd-এর উদ্বোধন দেশের ফ্রিল্যান্সিং খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং হাজার হাজার তরুণকে বৈদেশিক আয়, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করবে। তিনি আইসিটি বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উক্ত উদ্যোগ বাস্তবায়ন প্রক্রিয়া ও অ্যাপ ডেভেলপমেন্টে বাক্কোকে পাশে রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
এই উদ্যোগ ফ্রিল্যান্সিং খাতকে একটি নিরাপদ ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় নিয়ে যাবে এবং ডিজিটাল অর্থনীতি ও বৈদেশিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.