আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

ডিসি, এসপিরা সৎ হলে রাষ্ট্রের ৬০-৭০ ভাগ কাজ সুন্দরভাবে চলবে : মঞ্জু

দেশচিন্তা ডেস্ক: দেশের ডিসি, এসপিরা যদি সৎ হয় তাহলে রাষ্ট্রের প্রায় ৬০-৭০ শতাংশ কাজ সুন্দরভাবে চলবে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমি যখন প্রথম নির্বাচনী প্রেস কনফারেন্স করেছি আমার জেলা শহরে। তখন আমাকে সবাই বলছে আপনি কি করবেন বলেন প্রতিশ্রুতি দেন। আমি বলছি আমি কি করবো না সে প্রতিশ্রুতি দিতে পারি। আমি সেদিন বলেছি, আমি ডিসি, এসপি, জাজ, ওসি, ইউএনও এদের কাজ করবো না। সবাই এটা অর্থ বুঝতে পারছে না। তার মানে কি? আমাদের রাষ্ট্র কাঠামোতে উন্নয়নের কার্যক্রম করার জন্য রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনা আসে না? বরাদ্দ আসে না? বাজেট আসে না? যে বাজেট আসে রাস্তার জন্য। এটা যদি সুন্দরভাবে প্রয়োগ হয় তাহলে রাস্তাঘাট, স্কুল যথেষ্ট তারা গ্রান্ড পায়। কিন্তু এমপি সাহেবের সুপারিশ, এমপি সাহেবের হস্তক্ষেপ এই সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। ডিসি নিজে ডিসিশন নিতে পারে না।

তাই আমি বলতে চাই বাংলাদেশে যদি কোনো এমপি না থাকে। শুধু আমাদের যে রাষ্ট্র কাঠামো ব্যবস্থাপনা আছে। ডিসিরা যদি সৎ হয়, এসপি যদি সৎ হয়। বিভিন্ন বিভাগ, পরিদপ্তর, অধিদপ্তর যে যেখানে আছে। হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, তারা যদি সৎ হয় তাহলে রাষ্ট্রের শতকরা ৬০-৭০ ভাগ সুন্দরভাবে চলবে।

সবাই নতুন রাজনীতিকে সাপোর্ট দিতে চান মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, নতুন রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া, তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কজ হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। এই নানা সংকটে দাঁড়িয়ে পৃথিবীতে যত নতুন রাজনীতি হয়েছে নিশ্চয়ই অনেক ত্যাগ হয়েছে। আমি একমত হলাম বদলাবো, তবে বদলানোর জন্য ঐক্যবদ্ধতা থাকতে হবে।

নতুন সরকারের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দল যদি সুশাসন দিতে না পারে। সুশাসন যদি নিশ্চিত করতে পারে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সংকটময় রাষ্ট্রে আমরা যেভাবে তাত্ত্বিক পর্যালোনাগুলো করছি সেই সাথে সাথে আপনি যদি রাস্তার মানুষগুলোকে সংস্কার না করেন। তাদেরকে সরানোর পুনর্বাসনের ব্যবস্থা না করেন। তাহলে আপনি যতই কাজ করেন কোনো লাভ হবে না বলেও জানান তিনি।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ আয়োজিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, দেবপ্রিয় ভট্টাচার্য, রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বাংলাদেশ কমিউনিটি পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ আরো অনেকেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ