দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দোহাজারি পৌরসভার রূপনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এসময় ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের রাজনীতিতে বড়ো ধরনের মেরুকরণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলডিপি নেতাকর্মীদের যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের পক্ষে গণসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.