দেশচিন্তা ডেস্ক: ফ্রান্সের ঘরোয়া লিগ ফ্রেঞ্চ কাপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শেষ ৩২-এর ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল প্যারিস এফসি। সেই প্যারিস এফসির কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিল চ্যাম্পিয়নরা।
একক আধিপত্যের ম্যাচে পিএসজি দাপট দেখিয়েছে। তবে শুধু গোলটাই করতে পারেনি। ম্যাচের ৭০ শতাংশ বল ছিল পিএসজি খেলোয়াড়দের দখলে। তার পাশাপাশি ২৫টি শট নিয়েছে তারা। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন রামোস-ভিতিনহারা।
অপরদিকে, ডিফেন্সে জোড় দিয়ে পুরো ম্যাচ চালিয়ে গেছে প্যারিস এফসি। মাত্র চারটি শট নিয়েই গোল আদায় করে প্যারিস। ম্যাচের ৭৪তম মিনিটে প্যারিসের হয়ে গোল করেন জোনাথন ইকোনে, যিনি পিএসজির সাবেক খেলোয়াড় ছিলেন।
এই এক গোলই ব্যবধান গড়ে দেয়। ঠিক আট দিন আগে একই ভেন্যুতে প্যারিস এফসিকে পিএসজি ২-১ ব্যবধানে লিগ ওয়ানে হারিয়েছিল।
ফ্রেঞ্চ কাপের শেষ দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি। আর রেকর্ড ১৬ বার চ্যাম্পিয়নও তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.