দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, সকল ধর্মের মর্মবাণী হলো মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম। ধর্ম জ্ঞান মানুষকে অন্যায় থেকে দূরে রাখে এবং সঠিকপথে পরিচালিত করে। যুগ যুগ ধরে ধর্মযাজকগণ সমাজে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করছেন। মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া।
১২ জানুয়ারি (সোমবার) দুপুরে চট্টগ্রাম কাথলিক চার্চে চট্টগ্রাম আর্চ ডাইয়োসিসের মেট্রোপলিটন আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের সংস্কৃতি। আবহমানকাল থেকে বাংলাদেশে সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গিকারাবদ্ধ। ক্ষমতায় এলে সব ধর্মের মৌলিক অধিকার রক্ষায় আমরা কাজ করবো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি, কুইন্টাল রিভারো, নকিব উদ্দিন ভূইয়া, ব্যরিষ্টার তানজিরুল ইসলাম, এনামুল হক রাজু, বিপ্লব পার্থ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.