দেশচিন্তা ডেস্ক: নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ ১৯৮৮ সালে প্রবীণ দাবাড়ু ও সমাজসেবক, শিক্ষানুরাগী মরহুম আবুল কালামের প্রতিষ্ঠিত দাবা ঘর থেকে দক্ষিণ হালিশহর চেস ক্লাব।
আবুল কালামের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যেই দেশের বিভিন্ন সংগঠনের পক্ষ খেলে দক্ষিণ হালিশহরের মান সম্মান অনেক খ্যাতিমান উচ্চতায় পৌঁছেছে।
বিগত বছরে জেলা স্টেডিয়ামে দাবাড়ু মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দক্ষিণ হালিশহর চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সেই কৃতিত্বের জন্য দক্ষিণ হালিশহর চেস ক্লাব ১১ জানুয়ারি, রোববার সন্ধ্যায় নেভি হাসপাতাল গেটস্থ অস্থায়ী ক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাফল্য অর্জন কারী খেলোয়াড়, কর্মকর্তা ও পৃষ্ঠপোষকদের সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চসিকের প্রকৌশলী ও স্থানীয় সমাজসেবক, শিক্ষাসংগঠক মোঃ আবু ছিদ্দিক, উদ্বোধক অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক ও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ, বিশেষ অতিথি- ইয়াংওয়ান,ইপিজেড অফিসার মোঃ নূরুল আবছার।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ নূরুল কবির মুসা'রং সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম, সমাজসেবক সংগঠক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আইয়ুব, শিক্ষক মোঃ আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ বখতিয়ার উদ্দিন, মোঃ শরীফ, মোঃ শফি, ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ শাহীন,দপ্তর সম্পাদক মোঃ আমান উল্লাহ , সিনিয়র সদস্য মোঃ শাহাদাত হোসেন, আঃ রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে এক প্রীতি ভোজ সভার মাধ্যমে সম্পন্ন হয়েছে বার্ষিক সাধারণ সভা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.