ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা মাস্টারদা সূর্য সেনের ফাঁসি দিবসে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা।
সোমবার(১২ জানুয়ারি ২০২৬) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সূর্যসেন হল সম্মুখে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন। এর পাশাপাশি উক্ত সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ। উক্ত নেতৃবৃন্দ মাস্টার দা সূর্য সেন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ সকল সহযোদ্ধার প্রতি শোক নিবেদনকল্পে ১ মিনিট নিরবতা পালন করেন।
উল্লেখ্য, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক নতুন অধ্যায় রচিত হয়। ১৯৩৪ সালের এই দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্টার দা সূর্য সেন ও তাঁর অন্যতম সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.