দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: নূরুল হক। তিনি আজ সোমবার সকালে সিভাসু’র ট্রেজারার হিসেবে যোগদান করেন।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের ১১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৫২.২২-১৭ মূলে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ৪ বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়।
প্রফেসর ড. মো: নূরুল হক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে স্নাতক, ভারতের আইআইটি খড়গপুর থেকে স্নাতকোত্তর (এম.টেক) এবং যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর নতুন খবর কাব্যগ্রন্থের জন্য তিনি ২০১৬ সালে কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক ‘সাত বীর শ্রেষ্ঠ সম্মাননা’ অর্জন করেন। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে জন্মগ্রহণ করেন ।
ট্রেজারার পদে যোগদানের পর প্রফেসর ড. মো: নূরুল হক-কে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান। সিভাসু অফিসার সমিতি এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও নবনিযুক্ত ট্রেজারারকে শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.