আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রজব, ১৪৪৭ হিজরি

হাটহাজারীতে ভবনের কেয়ার টেকারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম (৩৬) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক চারটার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার এ ঘটনা ঘটে। মৃত পৌরসভার ৩ নম্বর ওয়াডস্থ আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন।

তবে পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার দিন ভোর রাতের দিকে ৩/৪ জন দুর্বৃত্ত উল্লেখিত কলাবাগান এলাকার গিয়ে মাহবুবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়, একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে গুরুতর আহত মাহবুবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতাল মর্গে প্রেরণে কাজ করে যাচ্ছে পুলিশ।

এদিকে, মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কলাতল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, এ সময় অন্তত ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ