দেশচিন্তা ডেস্ক: ইয়াশ রাজ ফিল্মস তাদের আসন্ন ছবি ‘মারদানি ৩’-এর মুক্তির তারিখ পরিবর্তন করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) নির্মাতারা জানিয়েছেন, ছবিটি এখন মুক্তি পাবে ৩০ জানুয়ারি ২০২৬। আগে ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত ছিল ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
নির্মাতাদের মতে, ‘মারদানি ৩’ একটি রুদ্ধশ্বাস থ্রিলার, যেখানে ভালো ও মন্দের মধ্যে তীব্র সংঘর্ষ দেখা যাবে।
ছবিতে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় দেশের নিখোঁজ বহু মেয়েকে উদ্ধারের জন্য সময়ের সঙ্গে লড়াই করবেন। এই গল্পে রয়েছে অ্যাকশন, আবেগ এবং ন্যায়ের জন্য নিরলস সংগ্রাম।
‘মারদানি’ হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নারী-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি। এটি ভারতের একমাত্র বড় পুলিশ ফ্র্যাঞ্চাইজি, যেখানে প্রধান চরিত্রে একজন নারী পুলিশ অফিসারকে দেখা যায়।
প্রায় এক দশক ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে এই সিরিজ। তৃতীয় কিস্তিতেও শিবানী শিবাজী রায়ের চরিত্রে ফিরছেন রানি মুখার্জি।
২০১৪ সালে মুক্তি পায় প্রথম ‘মারদানি’, যার মাধ্যমে বিয়ের পর বড় পর্দায় ফিরে আসেন রানি মুখার্জি। পরে মুক্তি পায় ‘মারদানি ২’, যা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
রানি মুখার্জি আগেই জানিয়েছেন, ‘মারদানি ৩’ আগের ছবিগুলোর তুলনায় আরও অন্ধকার, ভয়ংকর ও নৃশংস হবে। এই মন্তব্যের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।
ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। প্রথম ‘মারদানি’ ছবিতে মানব পাচারের বাস্তবতা তুলে ধরা হয়েছিল, আর দ্বিতীয় ছবিতে দেখানো হয়েছিল এক সিরিয়াল অপরাধীর মানসিক বিকৃতি। ‘মারদানি ৩’ সমাজের আরও এক ভয়াবহ দিক তুলে ধরবে বলে জানিয়েছেন নির্মাতারা।
সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.