আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোপাধারীদের বিদায় করে ১১৭ বছর আগের স্মৃতি ফেরাল ম্যাকালজফিল্ড

দেশচিন্তা ডেস্ক: ঘটনাটা ১৯০৮-৯ মৌসুমের, তখনকার শিরোপাধারী উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস। এরপর ম্যাকালজফিল্ডই প্রথম নন-লিগ দল, যারা এফএ কাপের শিরোপাধারীদের বিদায় করে দিলো।

শনিবার (১০ জানুয়ারি) ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ১১৭ বছর আগের সেই স্মৃতিকে ফিরিয়ে আনলো ম্যাকালজফিল্ড।

বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপ। টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে শনিবার ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারায় নন-লিগের দল ম‍্যাকালজফিল্ড, যে দলের কোচ সাবেক ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনির ভাই জন রুনি।

ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম‍্যাকালজফিল্ড, ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে যারা ১১৭ ধাপ পিছিয়ে। আর তাদেরই কাছে কি না হেরে বসলো ক্রিস্টাল প্যালেস!

পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ম‍্যাকালজফিল্ড। ৪৩তম মিনিটে লুক ডাফির গোলে এগিয়ে যায় তারা। ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাকলি-রিকেটস। ৯০তম মিনিটে প্যালেসের ইয়েরেমি পিনো অসাধারণ ফ্রি-কিকে ব্যবধান কমান।

এই জয় ম‍্যাকালজফিল্ডের উল্লেখযোগ্য উত্থানের সবশেষ নজির। দলটিকে পাঁচ বছর আগে ন্যাশনাল লিগ থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের মোট ঋণ ছিল ৫ লাখ পাউন্ডের বেশি।

এক মাস পরে ক্লাবটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট। ২০২১-২২ মৌসুমে নবম স্তরে উঠে আসে ম‍্যাকালজফিল্ড। তারপর থেকে চার মৌসুমে তিন ধাপ এগিয়েছে তারা।

অন্যদিকে, প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ক্রিস্টাল প্যালেস। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচেই হেরেছে দলটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ