দেশচিন্তা ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে মাত্র এক ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযানে প্লাস্টিকসহ ২৫০ কেজি বর্জ্য সংগ্রহ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে সৈকতের লাবণী পয়েন্টে এ অভিযান চালায় ১২০ জন স্বেচ্ছাসেবক।
ইপসা ও কক্সবাজারে কর্মরত বিভিন্ন যুব সংগঠনের যৌথ উদ্যোগে এই ‘বিচ ক্লিনিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘পরিবেশবান্ধব নগর ও পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে আমাদের গর্ব। এই সৈকতকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘সে লক্ষ্য অর্জনে সৈকত এলাকায় প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি গ্রিন, হেলদি অ্যান্ড সেফার সিটি গড়ার লক্ষ্যে কাজ করছে।’
সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে ইপসা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।
অভিযানে ১২টি যুব সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংগৃহীত ২৫০ কেজি বর্জ্য পরিবেশবান্ধব ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.