দেশচিন্তা ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলী দিনে দিনে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সিনেমা ছাড়াও নানা রকম লুকে তাকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাইডাল ফটোশুটে নজর কাড়েন তিনি।
সম্প্রতি ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই নজরকাড়া উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে। সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা; সেই আবহেই এবার দেখা মিলল বুবলীকে।
বুবলীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যাতে রয়েছে রঙিন সুতার নিখুঁত কারুকাজ। সঙ্গে পরেছেন বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন হলুদ ও সাদা ফুলের গয়না; মাথায় ফুলের ‘মাং টিকা’ এবং কানে ফুলের দুল। সব মিলিয়ে এই লুকে প্রাণবন্ত দেখায় নায়িকাকে।
এছাড়াও, বুবলীকে একটি সুসজ্জিত দোলনায় বসে থাকতে দেখা যায়। দোলনাটি গাঁদা ফুল এবং লাল গোলাপ দিয়ে চমৎকারভাবে সাজানো ছিল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রঙ হলো প্রকৃতির হাসি’।
এই ছবিগুলো প্রকাশের পর মন্তব্যঘরে ওঠে ভক্তদের প্রশংসার জোয়ার। ভক্তদের অনেকে নায়িকাকে ‘হলুদ পরী’ বলে আখ্যা দেন।
বর্তমানে বুবলী ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে। সম্প্রতি এই সিনেমার ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গানের শুটিং শেষ হয়েছে। গানটি এক টেকে (ওয়ান টেক) শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.