দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম কলেজে সুজন-সুশাসনের জন্য নাগরিক এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রামের যৌথ উদ্যোগে ১০ জানুয়ারি (শনিবার) সকালে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে নির্বাচনী অলিম্পিয়াড ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফ এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এবং সুজন এর আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও সুজন-চট্টগ্রাম জেলা’র সভাপতি প্রফেসর সিকান্দার খান। উদ্বোধক ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজন-চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, শিক্ষাবিদ ও পরিবেশ সংগঠক উত্তম কুমার আচার্য্য, ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম জেলার সমন্বয়কারী নওরিন তাসনিয়া খান মাঈশা প্রমুখ। এতে প্রফেসর সিকান্দার খান বলেন, গণতন্ত্রের সফলতা নির্ভর করে জনগণের সচেতনতা এবং তাদের সক্রিয় অংশগ্রহণের ওপর। আসন্ন নির্বাচন একটি বড় সুযোগ, যেখানে জনগণ তাদের রায় প্রকাশ করবে। কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক তথ্য ও জ্ঞান, যা প্রতিটি নাগরিকের কাছে থাকা উচিত। যুবসমাজ আমাদের ভবিষ্যত। তাদের শক্তিশালী অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্রকে সুসংহত করবে এবং নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করবে। প্রফেসর সিকান্দার খান আরও বলেন, নির্বাচন শুধু একটি ভোটদান প্রক্রিয়া নয়, এটি জনগণের অধিকার, দায়িত্ব এবং দেশের উন্নতির এক অবিচ্ছেদ্য অংশ। আগামী দিনে, যুবকরা যদি নির্বাচনী প্রক্রিয়ায় সচেতন ও সক্রিয় থাকে, তবে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তিনি তরুণদের আহ্বান জানিয়ে বলেন, “তোমরা দেশের ভবিষ্যত, তোমাদের ভোটের মাধ্যমে দেশ একটি নতুন দিশা পাবে। সুতরাং, আসন্ন নির্বাচনে নিজেদের ভূমিকা পালন করতে ভুলবে না।”
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.